অন্তু রানি: জলবায়ু ঝুঁকি থেকে সবুজ উদ্যোগের পথের যাত্রী

August 20, 2025
©UNDP Bangladesh

২৩বছর বয়সী অন্তু রানির জন্ম পটুয়াখালীর দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন চরমোন্তাজে। ছোটবেলা থেকেই তিনি ঝড়, জলোচ্ছ্বাস আর দারিদ্র্যের সাথে এই অঞ্চলের মানুষের প্রতিদিনের যুদ্ধ দেখেছেন। এজন্য সীমিত সুযোগ আর অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও অন্তু সবসময় তার এলাকার জন্য কিছু করতে চাইতেন। কিন্তু সুযোগটা ঠিক পাচ্ছিলেন না কোথাও।

অবশেষে ২০২৩ সালে অদম্য অন্তু লজিক (এলওজিআইসি) ইয়ুথ প্ল্যাটফর্মে যোগ দেন। এরপরই শুরু হয় তার পরিবর্তনের যাত্রা। স্থানীয় তরুণদের সাথে নিয়ে চরমোন্তাজ ইউনিয়নে অন্তু প্রতিষ্ঠা করেন ‘ক্লাইমেট ভালনারেবল লজিক ইয়ুথ প্ল্যাটফর্ম’। এই প্ল্যাটফর্ম থেকে তারা সচেতনতামূলক ক্যাম্পেইন ও জলবায়ু সুরক্ষা কর্মসূচি শুরু করেন। ধীরে ধীরে অন্তুর নেতৃত্বে গড়ে ওঠে এক সবুজ উদ্যোগ। লজিক প্রকল্পের অধীনে ‘সাগরকন্যা পিওর শুঁটকি’ নামে নারীদের দ্বারা পরিচালিত একটা সমবায় প্রকল্প প্রতিষ্ঠায় অংশ নেন তিনি।

আর্থিক দিক দেখাশোনার পাশাপাশি স্থানীয় সরকারের সাথে যোগাযোগ এবং তাদের এই উদ্যোগকে নারী নেতৃত্বাধীন একটা টেকসই ব্যবসায়িক মডেল হিসেবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অন্তু। এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি জায়গা করে নেন ঢাকায় আয়োজিত ইয়ুথ এক্সপো ২০২৫ এ। এতে অংশ নিতে প্রথমবারের মতো দেশের রাজধানীতে আসেন অন্তু। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাসহ জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের সামনে তিনি তুলে ধরেন ’সাগরকন্যা’ এর গল্প।

অন্তু বলেন, ‘লজিক প্রজেক্টের সহায়তায় আমি এই মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। একজন সফল উদ্যোক্তা হয়ে আত্মমর্যাদার সাথে কাজ করে যাওয়ার স্বপ্ন দেখি আমি।’

প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা একজন সাধারণ শিক্ষার্থী থেকে অন্তুর উদ্যোক্তা হয়ে ওঠার এই যাত্রা তাকে উপকূলীয় অঞ্চলের তরুণদের কাছে রোল মডেলে পরিণত করেছে। নারীদের দ্বারা পরিচালিত সবুজ উদ্যোগকে এগিয়ে নিয়ে গিয়ে তিনি শুধু জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে এগিয়ে যাওয়ার উদাহরণই তৈরি করছেন না, বরং ঝুঁকিপূর্ণ এলাকায় নেতৃত্বের সংজ্ঞাও বদলে দিচ্ছেন।