কুয়াকাটা সবুজায়ন: বৈচিত্র্য রক্ষায় এগিয়ে এসেছিলো তরুণরা

August 27, 2025
Three individuals in teal shirts hold bags of waste against a green background with trees.
©UNDP Bangladesh

বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য “সাগরকন্যা” নামেই পরিচিত। এখানে সাগরতীরেই বাস করতো কাঁকড়া, কচ্ছপ, সামুদ্রিক পাখি, জলজ প্রানী আর মাছেরা।

কিন্তু অপরিকল্পিত পর্যটনশিল্প, বর্জ্য অব্যবস্থাপনা, আর বাড়তে থাকা প্লাস্টিক দূষণের কারণে সৈকতের এই প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এক সময় এখানে ঘুরতে আসা পর্যটকদের প্রিয় কাজ ছিলো মোটর সাইকেলে করে সমুদ্র সৈকত ঘুরে দেখা। বিপুল সংখ্যক মোটর সাইকেল সাগরতীরের কাঁকড়া আর কচ্ছপদের আবাস নষ্ট করতে থাকে।

এই সমস্যা থেকে কুয়াকাটাকে রক্ষা করতে একদল তরুণ সামনে এগিয়ে আসে। তারা শুরু করে গ্রিন কুয়াকাটা ইয়ুথ ক্যাম্পেইন - যেখানে তরুণরাই তরুণদের সচেতন করতে কাজ করতে শুরু করে।

তারা স্কুল, বাজার আর পর্যটন এলাকায় গিয়ে সাধারণ মানুষ, বিশেষত তরুণদের বোঝায় কেন প্রকৃতি রক্ষা করা জরুরি। সমুদ্র সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় জনসচতেনতা মূলক সাইনবোর্ড বসায়। প্লাস্টিকের ব্যবহারে পরিবেশের ক্ষতি নিয়ে তারা তরুণ থেকে শুরু করে হোটেল-মার্কেটের মালিকদের সঙ্গে কথা বলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওয়াতভুক্ত প্রকল্প এবং দক্ষিণ কোরিয়ার সহায়তায় এখন পর্যন্ত এই প্রচারণা ৪,৫০০-এর বেশি মানুষের কাছে পৌঁছেছে।

এই উদ্যোগ শুধু মানুষকে সচেতন করেনি, বরং স্থানীয় মানুষের সঙ্গে মিলে প্রকৃতির রক্ষায় কাজ করেছে। তারা বুঝেছে, স্থানীয় মানুষের জ্ঞানই প্রকৃতি রক্ষার শক্তি।

এই উদ্যোগের পর আশপাশের অনেক এলাকার তরুণ এখন পরিবেশ রক্ষায় উদ্যোগ নিতে আগ্রহী হচ্ছে।