টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ সাংসদরা

May 8, 2024
©UNDP Bangladesh

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস,পলিসিস অ্যান্ড সার্ভিস (এসআইপিএস) প্রক্ল্প এবং বাংলাদেশ জাতীয় সংসদের যৌথ উদ্যোগে ৭ মে ২০২৪ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদে এমপি'স এনগেইজমেন্ট ইন মনিটরিং অ্যান্ড ইমপ্লেমেন্টিং এসডিজিস : প্রগ্রেস অ্যান্ড& প্রায়োরিটিস ইন বাংলাদেশ('এসডিজি পর্যবেক্ষণ ও বাস্তবায়নে সংসদ সদস্যদের সম্পৃক্ততা: বাংলাদেশের অগ্রগতি ও অগ্রাধিকার')--শীর্ষক নেতৃত্ব পর্যায়ের একটি আলোচনা সভা আয়োজিত হয়। এই আলোচনা সভার লক্ষ্য ছিল সংসদ সদস্যদের মধ্যে সংলাপ আয়োজন এবং তাঁদের মধ্যে পারস্পরিক কার্যক্রম তরান্বিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রচেষ্টা গতিশীল করা।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সাফল্য তুলে ধরে এসডিজি-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ছাড়াও এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর অপরিহার্যতার মতো অব্যাহত চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। স্পিকার আসন্ন বাজেট অধিবেশনে নির্বাচনী এলাকাগুলোতে এসডিজি সংশ্লিষ্ট বিষয়গুলো একীভূত করার পরামর্শ দিয়ে এসডিজি প্রক্রিয়ায় সব সংসদ সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি এসডিজি অর্জনে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি এসডিজি ককাস গঠনের প্রস্তাব করেন।

জাতীয় উন্নয়ন অগ্রাধিকার এবং এসডিজি’র মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনা হওয়া এ অধিবেশনে ৭৪ জন সংসদ সদস্যের সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রায় আরও ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিলো, নীতি নির্ধারণ, সম্পদ বরাদ্দ এবং এসডিজি অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা।

বাংলাদেশে নিযুক্ত  ইউএনডিপি-এর ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে সংসদ ও প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে সেতুবন্ধন হিসেবে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্পদের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি লক্ষ্যমাত্রা পূরণে এসডিজি বাস্তবায়ন মনিটর করার বিষয়ে সংসদ সদস্যদের প্রতিশ্রুতির উপর গুরুত্বারোপ করেন।

 বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব কোঅপারেশন কোরিন হেনচোজ পিগনানি এসডিজি ১৬-এর ওপর বিশেষ গুরুত্বারোপ করে সুষ্ঠুভাবে এসডিজি বাস্তবায়নে অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে এই সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছে প্রকাশ করেন।

এ আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম। তাঁর বক্তব্যের আগে, একেবারে শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন ‘ওভারভিউ অফ এসডিজি প্রগ্রেস অ্যান্ড প্রায়োরিটিস ইন বাংলাদেশ’ সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন। ‘পার্লামেন্টেরিয়ানস রোল ইন মনিটরিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এসডিজিস’ বিষয়ে অধিবেশন সঞ্চালনা করেন সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদ এমপি।

ঠিক যে মুহুর্তে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, তখন সাংসদগণ, আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে এ ধরনের পারস্পরিক সহযোগিতামূলক উদ্যোগ উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং সকলের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।