যুবদের ভবিষ্যতমুখী প্রযুক্তি-দক্ষতা উন্নয়নে শুরু হলো ‘ফ্রন্টিয়ার টেকনোলজি লিডারশিপ ট্রেইনিং

November 30, 2025
Photograph of a group on stage holding oversized checks at the Future Technology Summit 2025.

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফিউচারনেশন সামিট ২০২৫। দেশের ৬৪ জেলার তরুণ, সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে দিনব্যাপী এই সামিটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফ্রন্টিয়ার টেকনোলজি লিডারশিপ ট্রেনিং, যুবদের ভবিষ্যতমুখী প্রযুক্তি-দক্ষতা উন্নয়নে ইউএনডিপি'র  ফিউচারনেশন প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, “ভবিষ্যতের শিল্পায়ন ও প্রযুক্তির নেতৃত্ব তরুণদের হাতেই। এই উদ্যোগ তাদের আন্তর্জাতিকমানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি  স্টেফান লিলারসহ সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা।

এই ট্রেইনিং-এর মাধ্যমে দেশের ৭৫টি বিশ্ববিদ্যালয়ের ১,৫০০ শিক্ষার্থী ও শিক্ষক হাভার্ড এর এক বছরের কোর্সে AI, Machine Learning, Data Science, Cybersecurity সহ প্রযুক্তি বিষয়ে শেখার সুযোগ পাবেন। উদ্যোগটি তরুণদের জন্য বিশেষায়িত প্রযুক্তিখাতে কর্মসংস্থানের নতুন পথ তৈরি করবে।

সামিটে শিল্প রূপান্তর, গবেষণা ও যুব উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে তিনটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা তুলে ধরেন ভবিষ্যৎ শিল্প অর্থনীতিতে তরুণদের দক্ষতা, গবেষণা অবকাঠামো ও উদ্ভাবনের গুরুত্ব।

ইন্টারঅ্যাকটিভ “Design the Future” সেশনে তরুণরা ভবিষ্যৎ শিল্প, প্রযুক্তি, কর্মসংস্থান ও পরিবেশ নিয়ে উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে।

সমাপনী  সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর স্টিফেন ফোরবস।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ অর্থনীতি গঠনে তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। ফিউচারনেশন সামিট ২০২৫ তরুণ নেতৃত্ব ও আধুনিক প্রযুক্তি দক্ষতা উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক।